প্রতিদিন ভোর ৪/৫ টার মধ্যে বুয়া আসে রান্না করতে গ্যাস থাকেনা তাই, আর আমাদের অফিস আছে তাই,সব সময় দেখি বুয়ার সাথে বুয়ার স্বামিও আসে,শুধু ভোরে না প্রতি বেলাতেই স্বামীকে নিয়ে আসে, উনার স্বামীও বুয়াকে কাজে সহয়তা করেন, আজকে কথার ছলে জিজ্ঞাসা করলাম খালামনি,
আংকেল সব সময় তোমার সাথে আসে কেনো তুমি কি একা ভয় পাও? উনি মুচকি হেসে বললেন, গরিব মাইনসের ডর কিসের,তোমার মামুর সাথে আমার লাইন আছিল ৪ বছর, সংসার করসি ৩০ বছর,৩৫ বছর ধইরা আমারে চোখের আড়াল করেনা, অবাক হয়য়ে জিজ্ঞাসা করলাম এতো ভালোবাসে কেনো? তারপর উনার উত্তর,আমগো বিয়ার এক বছর পর তোমার মামুর টাইফয়েড জ্বর হইছিল,কামাই রুজি আছিলোনা, গরিব মানুষ কেমনে কি করমু,বাপের বাড়িতে জায়গা বেইচ্চা চিকিৎসা করি,তখন তোমার মামু আমার গা ছুয়া কসম করছিলো আমারে জিবনেও ছাইড়া যাইতোনা,
আসলে উনাদের ভালোবাসার উদাহরণ দেওয়ার ভাষা আমার নেই একে অপরের পাশে থাকাই হলো ভালোবাসার প্রমান, কিভাবে বুঝবেন আপনি সত্যিকারের প্রেমে পড়েছে?যখন ভালোবাসার মানুষ্টি ছাড়া দুনিয়াতে আর কাউকেই ভালো লাগবেনা, সারাক্ষন তাকে নিয়েই ভাববেন,মনে হারানোর ভয় থাকবে, আর প্রচুর যত্ন নিবেন,এইগুলাই মুলত ভালোবাসার উদাহরণ।
তবুও বলছি ভালবাসা এমনি হওয়া উচিত।
0 Comments:
Note: Only a member of this blog may post a comment.